জামিন পেলেন যুবলীগ নেতা আশরাফ উদ্দিন মন্তু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ , ১০ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ সরাইল উপজেলার সদরের সাবেক ইউপি সদস্য আবু বকর ছিদ্দিক (রকেট) হত্যা মামলায় জামিন পেলেন সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাডঃ আশরাফ উদ্দিন মন্তু। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজির হয়ে তিনি জামিন প্রার্থনা করেন। এসময়ে একজন আইনজীবী হিসেবে এবং মামলার সার্বিক গুরুত্ব বিবেচনায় আদালত তাঁকে জামিন দেন। এরআগে তিনি উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।বৃহস্পতিবার দুপুরে আইনজীবী নুরুজ্জামান লস্কর তপু সাংবাদিকদের জানান, যিনি মারা গেছেন রকেট মেম্বার এবং এ মামলার অন্যতম আসামি বর্তমান মেম্বার শাহআলমের সঙ্গে তাদের দীর্ঘদিন যাবত গোষ্ঠীগত বিরোধ ছিল। ইতোপূর্বে তাদের মধ্যে বহুবার মারামারির ঘটনা ঘটে এবং নিজেদের মধ্যে মামলা-মোকদ্দমা হয়। সেইসব ঘটনায় একজন আইনজীবী হিসেবে শাহআলম মেম্বারের পক্ষে মামলা পরিচালনা করে আসছিলেন আশরাফ উদ্দিন মন্তু। সেইসব বিবেচনায় বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেছেন। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যার পর সরাইলে পূর্বশত্রুতার জেরে সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক ওরফে রকেটকে (৫৪) কুপিয়ে হত্যা করা হয়। সরাইল প্রাতঃবাজারে এ ঘটনা ঘটে। রকেট মেম্বার ব্যাপারীপাড়া গ্রামের মরহুম চমক ব্যাপারীর ছেলে। তিনি সরাইল সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন। এ ঘটনার জন্য বর্তমান মেম্বার শাহ আলম, সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া ও তার অনুসারীদের দায়ী করেন নিহতের পরিবার। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয় সরাইল থানায়। পরে এ মামলাটি তদন্ত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তদন্তের পর মামলার চার্জশীটে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় আইনজীবী আশরাফ উদ্দিন মন্তুকে।
আপনার মন্তব্য লিখুন