সরাইলে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পিটিয়ে জখম, গ্রেপ্তার দুইজন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ডেস্ক রিপোর্ট/ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জোরপূর্বক সরকারি জলমহাল অবৈধভাবে দখল করে মাছ ধরার সময়ে বাধা দেয়ায় ইউনিয়ন ভূমি অফিসের দুই কর্মকর্তাকে পিটিয়ে জখম করেছে লাঠিয়ালরা। এসময় দেশীয় অস্ত্রের মুখে ওই দুই ভূমি কর্মকর্তাকে জিম্মি করে ফেলে সশস্ত্র লাঠিয়ালরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।
আহত দুই ভূমি কর্মকর্তা হলেন সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পংকজ কুমার বর্দ্ধন ও একই দফতরের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. জিয়াউল আলম।
শনিবার (৫সেপ্টেম্বর) এ ঘটনায় সরাইল থানায় এজাহার নামীয় ১১জন সহ অজ্ঞাতনামা আরও ৮/১০জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ভূমি কর্মকর্তা পংকজ কুমার বর্দ্ধনের দায়ের করা মামলায় আসামিরা হলেন- উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজোর গ্রামের মৃত আঃ হাফিজ মিয়ার ছেলে মো. ফুল মিয়া (৫০), মৃত মতি মিয়ার ছেলে মো. ছাদেক মিয়া (৪৫), মৃত হাসান উল্লাহর ছেলে মো. আশিক মিয়া (৪৮), মো. ফুল মিয়ার ছেলে মো. ফোরকান মিয়া (২৮), মৃত হাসান উল্লাহর ছেলে মো. খোরশেদ মিয়া (৩২) ও মো. রাশিদ মিয়া (৫০), মো. আশিদ মিয়ার ছেলে মো. এনামুল হক (২৪), মো. ফুল মিয়ার ছেলে মো. রহমান ওরফে রেকমান (২৫) ও মো. মানিক মিয়া (২৩), মো. রাশিদ মিয়ার ছেলে মো. এনায়েত উল্লাহ (২৩) এবং মো. জলিল মিয়ার স্ত্রী মোছা. সুইটি আক্তার (২২)।
এদের মধ্যে মো. ছাদেক মিয়া ও মো. খোরশেদ মিয়া এ দু’জনকে শনিবার সকালে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে; বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ, স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানা গেছে, চুন্টা ইউপির ঘাগড়াজোর মৌজার ১নং খতিয়ানভুক্ত লোপাড়া কোরটি (জলমহাল) তিন বছরের জন্য স্থানীয় ‘লোপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি’র অনুকূলে ইজারাদা দেয়া হয়। কিন্তু লাঠিয়ালরা সেই সরকারি জলাশয় জোরপূর্বক দখলে নেয় এবং সরকারিভাবে পাওয়া ইজারাদারকে সেই কোর দখলে বাধা সৃষ্টি করে।
গত বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) উল্লেখিত লাঠিয়ালরা সেই কোরে (জলাশয়) সম্পূর্ণ অবৈধভাবে জোরপূর্বক জাল ফেলে মাছ ধরতে থাকে। বিষয়টি ইজারাদার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এসিল্যান্ডকে জানান। পরে ইউএনও এবং এসিল্যান্ডের নির্দেশে চুন্টা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মাছ ধরায় বাধা প্রদান সহ সরকারি জলাশয়ে ফেলানো জাল তুলতে গেলে, লাঠিয়ালরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের (ভূমি কর্মকর্তা) ওপর হামলার পর পিটিয়ে জখম করে। পরে তাদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকেবলেন, এ ঘটনায় ভুক্তভোগী ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
সরাইল থানার ওসি আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ভূমি কর্মকর্তাদের উদ্ধার করি। এ ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত আছে।
আপনার মন্তব্য লিখুন