১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে!!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ পানি-নিষ্কাশনের সমস্যা, যানজট ও সড়কবাতি না থাকার দুর্গতির সঙ্গে রয়েছে আরেক উপদ্রব তা হলো বেওয়ারিশ কুকুর।

সরাইলে বেওয়ারিশ কুকুরের ঘাউ-ঘাউ, উপজেলা প্রশাসন পাড়া তোলপাড়।আজ বুধবার (২সেপ্টেম্বর) দুপুরে কুকুরের এমন উৎপাত লক্ষ্য করা যায়। উপজেলার অফিস পাড়া, সদরসহ উপজেলার সর্বএ অতীতের যে কোন সময়ের তুলনায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। একের পর এক দলে দলে কুকুর দল দলবেঁধে সড়ক- মহাসড়কে গ্রাম গ্রামাঞ্চলের মিঠু রাস্তায়, বিভিন্ন মোড়ে, বাজারে ও চিহ্নিত গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান ছাড়াও অহরহ এদিক – ওদিক ছুঁটে চলছে, এরই ফাঁকে এসব কুকুরের তেজস্বী আক্রামনে পথচারীরা অনেকখানি ধরাশায়ী হয়ে পড়েছেন।গতকাল সরেজমিনে উপজেলা চত্বরে দেখাযায়,বড় আকৃতির এসব কুকুর দল ভীতিকর চাহনিতে ধীরদর্পে দিক- বেদিক ছুটে চলেছে। উপজেলার অফিস পাড়ার প্রান্তর অপর প্রান্ত।উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সামনে, সকাল বাজারে, উচালিয়া পাড়া চৌরাস্তা, বড্ডা গরু বাজারে, বিশ্ব রোড়, শাহবাজপুর বাজার জুড়ে, অরুয়াইল ব্রীজে পাশে, চূন্টা বাজারে পশ্চিম পাশে, ছোট্ট দেওয়ান পাড়া মোড় সহ উপজেলার বিভিন্ন গ্রামে রাতের অন্ধকারময় পেয়ে কুকুরের দল নীল- লাল চোখে ঘেউ ঘেউ ভয়-ভীতি সৃষ্টি করে।

বিশেষ করে উপজেলার আনাচে – কানাচে গড়ে উঠা কনফেকশনারি প্রতিষ্ঠান, ভাতের হোটেল,মিষ্টির দোকান, যএতএ ময়লা আর্বজনার ভাগার সহ চামড়ার হাঠ সমুহের চামড়ার উচ্ছেষ্ট খাবারের টানেই কুকুর গুলো খন্ড – খন্ড দল বেঁধে বসে থাকে। এদিকে জানাযায়, সরাইল সদর উচালিয়া পাড়াসহ গত এক সাপ্তাহের মধ্যে উপজেলার বিভিন্ন স্হানে অন্ততঃ পাচঁ থেকে ছয়জন মানুষকে কুকুরের কামড়ের খবর পাওয়া গেছে। এদিকে সদর ইউনিয়ন সহ উপজেলা প্রত্যেকটি গ্রামের মোড়ে বা বাশঁর্ঝাড়ে আড়াল থেকে অগ্রমেজাজে আসতে থাকে। এ কুকুর দলের জ্বালাতনে অতিষ্ঠ মানুষ-?

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন