তিতাসে দশ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে পরকীয়া জের ধরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী উধাও
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ঘটনাটি ঘটেছে কুমিল্লার তিতাস থানার মজিদপুর ইউনিয়নেের দড়িগাঁও গ্রামে। মৃত হান্নান মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী মোঃ ইউসুফ এর স্ত্রী মোসাঃ বৃষ্টি আক্তার দশ লক্ষ টাকা নগদ ও ৫ ভরি স্বর্ণ নিয়ে পরকীয়ার জের ধরে পলাশ নামক নামক একজন অটোরিকশা চালকের সাথে পালিয়ে বিয়ে করেছে এমনটাই অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায় মোঃ ইউসুফ ৩ বছর পূর্বে আনুষ্ঠানিক ভাবে পার্শ্ববর্তী উপজেলা দাউদকান্দি তুলাতলী গ্রামের মোঃ আলী মিয়ার মেয়ে মোসাঃ বৃষ্টি আক্তারের পারিবরিক ও আনুষ্ঠানিক ভাবে বিবাহ হয়। মোঃ ইউসুফ এর পার্শ্ববর্তী বাড়িতে মোঃ আলী মিয়ার বড় মেয়ে স্বপ্না আক্তারের বিয়ে হয়। স্বপ্না আক্তার – মোঃ ইউসুফের পারিবারিক অবস্থা ও প্রবাসে কার্যক্রম অবস্থা দেখে তার বোন বৃষ্টি আক্তারকে বিয়ে দেয়। তবে বয়স কম হওয়া কাবিননের কাগজপত্র করা হয়নি।
সুখেই কাটছিলো তাদের বৈবাহিক সম্পর্কের জীবন। বিয়ের কয়েক মাস পরে জীবিকার তাগিদে ইউসুফ আবার চলে গেলেন মালয়েশিয়া। তবে এ যাওয়া তার জন্য কাল হয়ে দাড়িয়েছে। প্রবাসে থাকাকালীন মোসা বৃষ্টি আক্তার বুড়িচং উপজেলার এক অটোরিকশা চালকের সাথে ফোন কলে কথা বলে সম্পর্ক করে। এবং করোনার প্রাদুর্ভাবেই ঐ মেয়েক পটিয়ে লক্ষ টাকা সহ ৫ বড়ি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। মোঃ ইউসুফ ভিডিও কলে সারা দেশের মানুষ ও প্রশাসনের কাছে সহয়তা চেয়েছেন। তাদেরকে ধরে আইনের আওতায় এনে শাস্তি দাবি জানিয়েছে। তবে তার কষ্টের উপার্জিত সব টাকা ও স্বর্ণালংকার সে অবিলম্বে ফেরত চায়।
মোঃ ইউসুফ মিয়া বলেন বৃষ্টি আক্তারে বাবা মা এ বিষয়টি জানতেন। জেনেও কোনো ব্যাবস্থা নেয়নি। শুধু আমার সাথে প্রতারণা করেছে। এবং এ করোনার মধ্যে আমাকে তালাক ছাড়াই আমার স্ত্রীকে অন্যত্রে বিবাহ দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই এ পরিপ্রেক্ষিতে আমার ছোট ভাইয়ের মাধ্যমে আমি তিতাস পুলিশ ফাড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে আমি প্রবাসে থাকার কারনে সঠিক ভাবে কার্যক্রম চলছে না।আপনাদের সকলের কাছে বিচার দাবি জানাচ্ছি।
আপনার মন্তব্য লিখুন