অচেতন রিকশাচালক অবশেষে হাসপাতলে মারা গেলেন!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ আজহার উদ্দিনঃ আশুগঞ্জের অচেতন ব্যক্তিটি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।ধ
২রা সেপ্টেম্বর বিকেলে আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে নাসিরকে অসচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
তার নাম নাসির (৪৯) সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়ার মৃত ইউসুফ মিয়ার ছেলে। পেশায় রিকশাচালক
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে আশুগঞ্জ রেলগেইট এলাকায় এক অজ্ঞাত ব্যক্তি অচেতন অবস্থায় পড়েছিল। বিকেলের দিকে আশুগঞ্জ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য হেলাল খানকে জানানো হয়। তিনি গ্রাম ও থানা পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।
সেখানে অবস্থার অবনতি হলে রাতে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে অজ্ঞাত সেই ব্যক্তির পরিচয় নাসির ও তার বাড়ি সরাইল বলে জানা যা। সে পেশায় একজন রিকশা চালক ছিলেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, অচেতন সেই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছেন বলে জানতে পেরেছি।
আপনার মন্তব্য লিখুন