১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে মোটরসাইকেলে হিজড়া’র স্টাইল !!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ , ২ সেপ্টেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইলে নিরন্কুস সংখ্যায় ঠিক নির্ণয় করা না গেলেও এ উপজেলায় সমাজ- সেবা অফিস থেকে ২০ জন হিজরা সম্প্রদায় রয়েছে বলে জানা যায়।

গ্রাম অঞ্চলে বা শহরতলীতে কোন বাচ্চার জন্ম হলেই এরা দলে দলে এসে ভিড় করে বলে ওঠে “দে নারে তোর মনিটারে একটু নাচাই” এই বলে নবজাতক কোলে করে নাচিয়ে বখশিষ নেয়, কিংবা শহরে মাঝে মাঝেই দেখা যায় এরা দলে দলে এসে বিভিন্ন দোকান থেকে চাঁদা তোলে। সমাজে ওরা খুব অবহেলিত, সভ্য মানুষরা ওদের বলে হিজড়া। এদিকে হিজড়া নিয়ে অনেকেই প্রশ্ন করে। হিজড়া কাদের বলে, কেন হিজড়া হয়, চিকিৎসা বিজ্ঞানে এর ব্যাখা, কারা এই হিজরা চিহ্নিত করতে গেলে চিকিৎসা বিজ্ঞানীদের মতে জানা যায়, ক্রোমোজোমের ক্রটির কারণে জন্মগত যৌন প্রতিবন্ধী ব্যক্তি যাদের জন্মের পর লিঙ্গ নির্ধারণে জটিলতা দেখা দেয় তারাই হিজরা।পৃথিবীতে কখন থেকে হিজড়াদের আবির্ভাব হয়েছে তা সঠিক জানা যায়নি।তবে নৃতও্ববিদদের মতে যখন থেকে পৃথিবীতে মানবজাতির আবির্ভাব তখন থেকেই হিজড়ার আবির্ভাব।সরাইল উপজেলায় ২০ জন হিজরা রয়েছে বলে নিশ্চিত করেন, উপজেলা সমাজ – সেবা কর্মকর্তা মোঃ নাইম মৃদা। কিছু দিন আগ পযর্ন্ত নেখাযেত কারো বাড়িতে নবজাতকের জন্মের খবর পেয়ে দল বেধে রং-বে রঙের পোশাক পরে একদল হিজড়া আসছে।তাদের হাতে থাকা ঢোল বাজিয়ে নানা সুরে গান গাইতো।আজ সময়ের বিবর্তনে বদলে গেছে দিন। জীবনের তাগিদে তারা আজ আয়ের পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে।বর্তমানে তারা বিভিন্ন ভাবে আয় করে জীবিকা নির্বাহ করছে। হাটে, বাজারে তোলা ওঠানো, সামাজিক অনুষ্ঠানে নাচগান করা। সিনেমার এক্সট্রা, অভিনয়, গৃহভৃত্য, বিভিন্ন ধরনের ফ্যাক্টরীতে শ্রমিক, এনজিওতে চাকরি বা বার্বুচি কাজ করে। গতকাল সরাইল উপজেলার কালিকচ্ছ আকাশী বিলে (সরাইল-নাসির নগর) সড়কে মোটর সাইকেলে দেখা যায় দুই জনের সাথে কথা হয়। একজনের নাম জিজ্ঞাসা করতে বলে আমার সোহেল। তার কথা বলতেই বলে মোটরগাড়ি আমার অনেক প্রিয়। তাই সব সময় এ গাড়িতে চলি। গাড়িতে হিরো স্টাইলে উজ্জ্বল হাসিতে বলে,আমার সাথে আমার বান্ধবী !

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন