মানিক স্যার হিংসামুক্ত বন্দুসুলভ মানুষ’ সততায় নিষ্ঠা !!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ একজন শিক্ষক নিজেই একটি প্রতিষ্ঠান। সভ্যতার শুরু থেকে এই পর্যন্ত চিন্তা চেতনা, দর্শন, উন্নয়ন সবকিছুতে শিক্ষকদের ছোঁয়া বিদ্যমান।
শিক্ষক শুধু জ্ঞান বিতরণ করেন এ কথা বলা ভুল হবে, শিক্ষক গড়ে দিতে পারেন শিক্ষার্থীদের মানসিকতা আর জাগ্রত করে দিতে পারেন বিবেক। গুণী শিক্ষকের দ্বারাই মানবসভ্যতা পেয়েছে জ্ঞানী মানুষ আর কর্মী। এমন জন শিক্ষক নিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে ছাত্র সজলের লেখাটি পাঠকের জন্য হুবহু দেওয়া হল।শিক্ষা আলোর বাতিঘর আমাদের গর্ব উচালিয়াপাড়ার কৃতি সন্তান কালিকচ্ছ পাঠশালার প্রধান শিক্ষক শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক জনাব Md Rafiqul Islam Manik স্যারহিংসামুক্ত বন্দুসুলভ মানুষ সততায় নিষ্ঠা মেঠো পথ মাড়িয়ে শিক্ষা মানবতার আলো বিলিয়ে চলছেন অনর্গল প্রকৃতি প্রেমিক চিরতরুণ মনের মানুষ।স্যার সর্বদায় আমাদের পরামর্শ দেন সর্বদা ভালো কাজে সম্পৃক্ত থেকো মানুষের কল্যাণে কাজ করো,, অন্যায় কাজগুলো প্রতিবাদ করো ঘৃণা করো
সুন্দর মানবিক কল্যাণে কাজ আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ,যখনই আমরা কোন কাজে স্যারের স্মরণাপণ্য হয় মানবিককাজে আর্থিক সহযোগিতা স্বয়ং উপস্থিত হয়ে সুন্দর সুশৃঙ্খলভাবে কাজগুলো সম্পন্ন হওয়া পাশে থাকে!!এমন সুহৃদয়বান আলোর বাতিরঘর প্রতি সমাজের আলোক উজ্জ্বল অধ্যায় দোয়া করি সর্বদা আল্লাহতালা আপনাকে সুস্বাস্থ্য নেক হায়াত দান করুন আমীন দোয়া
আপনার মন্তব্য লিখুন