মানবতা থাকুক পুলিশের মাঝে !!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ প্রশংসা মানুষের এমনি আসে না। কর্মের মাঝে মানুষের প্রশংসা ফুটে ওঠে যেমন, কয়েক দিন ধরে দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ ফেসবুকে ব্রাক্ষণবাড়িয়া জেলা পুলিশ মানবতার দৃষ্টান্ত নিয়ে বিভিন্ন শিরোনামে প্রকাশ। মানবতা থাকুক পুলিশের মাঝে ! বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকলসহ অনেক দায়িত্ব পালন করে৷ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কাজও৷ তবে মহামারী করোনার মাঝে বাংলাদেশ পুলিশ মানুষের সেবায় মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। গণমাধ্যমে প্রকাশ করোনায় মৃত ব্যক্তির আপনজন কেউ আসে নাই। কিন্তু বাংলাদেশ পুলিশ মৃত ব্যক্তির গোসল,কাপন,জানাজার নামাজ পড়ে দাফনের ব্যবস্থা করেছেন। শুধু তাই নই
করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হোক পুলিশ-জনতার বন্ধন’ এ শ্লোগানকে সামনে রেখে করোনায় আক্রান্তদের প্লাজমা দিতে ঢাকায় আসছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ সদস্য।
জানাযায়,গত ৩০ আগস্ট রবিবার সকালে জেলা পুলিশ লাইনস থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রইচ উদ্দিন শুভেচ্ছা জানিয়ে তাদের বিদায় দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সাঈদসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রইচ উদ্দিন সাংবাদিকদের জানান, করোনা থেকে সুস্থ হওয়া জেলা পুলিশের ২০ সদস্যকে প্লাজমা দিতে ঢাকায় পাঠানো হয়েছে। প্লাজমা দিয়ে তাঁরা পুণরায় ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে এসে কাজে যোগ দেবেন।
এদিকে জানাযায়,ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান প্লাজমা দানকারীদের রক্ত করোনায় আক্রান্ত জটিল রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আপনার মন্তব্য লিখুন