ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করোনা আক্রান্ত ১৮ ।। জেলায় সর্বমোট ২২৮৬
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ , ৩১ আগস্ট ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নতুন ১৮জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলায় নতুন ০৪জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন।
এখন পর্যন্ত জেলায় ২২৮৬জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ১৮৪০জন সুস্থ হয়েছে ও ৪১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার (৩০ই আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ সূত্রে জানা যায়।
গত ২৭ই আগস্টের ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরির মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবের ১৪৩টি রিপোর্টে নতুন ১৮জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে জানান জেলা সিভিল সার্জন অফিসে দায়িত্বরত চিকিৎসক ডা. সানজিদা আক্তার।
গত ২৮ই আগস্ট বিকালের রিপোর্টে সদর উপজেলায় ১২জন, নবীনগর উপজেলায় ০৩জন, আখাউড়া উপজেলায় ০১জন, নাসিরনগর উপজেলায় ০১জন ও সরাইল উপজেলায় ০১জন শনাক্ত হয়েছে। জেলায় নতুন ০৪জন সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ০৪জন সুস্থ হয়েছে।
সর্বশেষ রিপোর্ট পর্যন্ত জেলায় ২২৬৮জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৮৩০জন, আখাউড়া উপজেলায় ১৯৬জন, বিজয়নগর উপজেলায় ৭৬জন, নাসিরনগর উপজেলায় ৯৯জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৫৯জন, নবীনগর উপজেলায় ৩৮২জন, সরাইল উপজেলায় ১১১জন, আশুগঞ্জ উপজেলায় ১৭৬জন ও কসবা উপজেলায় ২৫১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
সর্বশেষ রিপোর্ট পর্যন্ত জেলায় ১৮৪০জন সুস্থ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬৪২জন, আখাউড়া উপজেলায় ১৫৮জন, বিজয়নগর উপজেলায় ৬৯জন, নাসিরনগর উপজেলায় ৮৬জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১১৬জন, নবীনগর উপজেলায় ৩২০জন, সরাইল উপজেলায় ৮৩জন, আশুগঞ্জ উপজেলায় ১৪৯জন ও কসবা উপজেলায় ২১৭জন সুস্থ হয়েছে।
সর্বশেষ রিপোর্ট পর্যন্ত জেলায় ৪১জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১২জন, আখাউড়া উপজেলায় ১০জন, বিজয়নগর উপজেলায় ০২জন, নাসিরনগর উপজেলায় ০১জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩জন, নবীনগর উপজেলায় ১১জন, সরাইল উপজেলায় ০১জন ও কসবা উপজেলায় ০১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
এখন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ১৮৪০জন সুস্থ হয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪১জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৪০৫জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১৬৭১৭জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১৬৪৯৫জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ২২৮৬জন আক্রান্ত হয়েছে৷
আপনার মন্তব্য লিখুন