সরাইল-আশুগঞ্জ মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন— এমপি শিউলি আজাদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ , ৩০ আগস্ট ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ দোলা বালু রোদ-বৃষ্টি অপেক্ষা করে হাওর অঞ্চলে দলের নেতা কর্মী থেকে শুরু করে সরাইল -আশুগঞ্জের কর্মহীন হতদরিদ্র খেটে-খাওয়া সর্বশ্রেণীর মানুষের কাছে ঘুরে ঘুরে তাদের খবরা-খবর নিচ্ছেন। সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় কাদা বা পাকা রাস্তা কখনো নৌকায়, আবার বাশেঁর সাকো বৃষ্টি বা হাওরের বিলে প্রচণ্ড গরমে রোদেলা দুপুরে ছাতা মাথায় করে সরাইল- আশুগঞ্জ মানুষের ভালোবাসার টানে রাত-বিরাত এলাকার কৃষক -কৃষানীর দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন ব্রাক্ষণবাড়িয়া-(৩১২ আসনের সংরক্ষিত মহিলা) সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। প্রত্যক্ষভাবে মানুষের মন উজাড় করে চলতে চাই ! তবুও সেই সংগ্রামের গল্প মানুষ আর মননভেদে নানা রকম। একেক জনের গল্প একেক রকম হলেও সবার জীবন সামনে এগিয়ে চলছে। কেউ বা ধীরে আবার কেউ বা দ্রুত-সবাই সামনে এগোনোর প্রচেষ্টায় প্রহর গুনছে। পরিশ্রমী ও সাহসী নেত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক। সরাইল আওয়ামী লীগের জনপ্রিয় নেতা মরহুম একেএম ইকবাল আজাদের সহধর্মিনী তিনি। এদিকে উল্লেখ্য থাকে যে, প্রশাসনের সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া ইউনিয়নে বা গ্রামবাসী উদ্যোগে আলোচনা সভা নেতা কর্মীদেরকে নিয়ে উঠান বৈঠক তাদের কথা শুনা বিভিন্ন বিষয়ে পরামর্শ এ যেন প্রতিদিন করেই চলেছে। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ ফেসবুকে
লেখা হয় তাঁকে নিয়ে মানবতার এমপি, আমাদের প্রাণের এমপি, তিনি যেমন পরিশ্রমী আবার মানুষের প্রতি বিনয়ী। তাই গণ মানুষের হূদয়ে স্থান পেয়েছেন এ নারী এমপি শিউলি আজাদ।
এদিকে জানাযায়,সরাইল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শোকাবহ ১৫ আগস্ট উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল তেরহান্দা গ্রামে অনুষ্টিত আলোচনা সভায় যোগদিয়েছেন এমপি শিউলি আজাদ। আজ শনিবার (২৯আগস্ট) বিকালে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বড়ইবাড়ি গ্রামের আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল- আশুগঞ্জের মাটি ও গণমানুষের নেত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ মিয়া, এ্যাডঃ মোঃ জয়নাল উদ্দীন জয়সহ এলাকার বিশিষ্ট মুরুব্বিগণ।
পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আপনার মন্তব্য লিখুন