১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

এখনই সময় বৃক্ষ রোপণের!!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ বৃক্ষ রোপণ করে পরিবেশ সুন্দর রাখার এখনই উপযুক্ত সময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীতে সরকার সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। গত ১৬ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধনও করেছেন। এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বন বিভাগের মাধ্যমে ৪৯২টি উপজেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে। তাই সারাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করে গাছের চারা বিতরণ ও রোপণ করে এর পরিচর্যা নিশ্চিত করতে হবে। তারই ধারাবাহিকতায় ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা সদর ভূমি অফিসে বৃক্ষ রোপন করছেন,ব্রাক্ষণবিড়িয়া (৩১২-সংরক্ষিত মহিলা আসনের) এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, উপজেলা সহ- সহকারী কমিশনার (ভূমি ) ফারজানা প্রিয়াঙ্কা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন