এক শিশুর রহস্যজনক মৃত্যুঃ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মাত্র সাড়ে পাঁচ মাস বয়েসী শিশু মো. হুজাইফা। ভোর বেলায় মা রাবিয়া খাতুন ঘুমন্ত সন্তানকে বিছানায় রেখে যান ওযু করতে, ফিরে দেখেন বিছানাটি শূণ্য ! এদিক সেদিক খুঁজে শেষতক পেলেন পুকুরঘাটে, তাও নিথর দেহ! হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হয়নি তার। ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ভাটপাড়া গ্রামে শিশু হুজাইফার রহস্যজনক এ মৃত্যুকে ঘিরে গোটা এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য-চলছে তোলপাড়।
নিহত শিশু মো. হুজাইফা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জাকির হোসেনের পুত্র। রোববার (৩০ আগস্ট) ভোরে বাড়ির অদূরবর্তী পুকুরের ঘাটলা থেকে শিশুটির লাশ উদ্ধারের পর পাঠানো হয়েছে মর্গে। পরিবারের অভিযোগ, পিতার সাবেক প্রেমিকা ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতেই এমন জঘন্য কর্মটি করেছেন।
নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার ভোরে জাকির হোসেনের স্ত্রী রাবিয়া খাতুন ঘুমন্ত শিশুকে বিছানায় রেখে ঘরের দরজা খোলা রেখেই ফজরের নামাজের অযু করতে বাইরে যান। অযু সের ঘরে এসে দেখেন বিছানাটি শূণ্য, নেই ঘুমন্ত শিশু। এদিক ওদিক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির অদূরের পুকুরের ঘাটলায় শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেনন। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য লিখুন