মুরাদনগরের শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ , ২৯ আগস্ট ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম কে আই জাবেদ, মুরাদনগর:কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে করোনায় ব্যাহত শিক্ষা কার্যক্রম গতিশীল করা ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিন সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকারের সভাপতিত্বে তাঁর শ্রীকাইল নিজ বাস ভবন ‘মাস্টার বাড়ী’তে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ব ব্যাপি করোনার ভাইরাসের মহামারীর সময়ে পাঠদানে ক্ষতিগ্রস্ত হওয়ায় কীভাবে তা পূরণ করে নেয়া যায় তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন সরকার মহোদয় জনাব কামাল উদ্দিন সরকার জানান, সভাপতি কর্তৃক প্রস্তাবিত বিষয় ভিত্তিক বিশেষ প্রশ্নপত্র তৈরি ও বিতরণসহ শিক্ষার্থীদের হোম ভিজিটের কার্যক্রম চালানো হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশের সৃষ্টি হওয়ায়এই সিস্টেমটি এলাকায় বেশ প্রশংসিত হয়। পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকগণ অর্পিত নৈতিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর।
বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি বাবু বিশ্বজিৎ সরকার বলেন: মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) মহোদয়ের নির্দেশ পালনে আমি অত্র বিদ্যালয়ের শিক্ষার আমূল পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ। বিশেষ করে উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে গরীব শিক্ষার্থীদের প্রদানের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন। অর্থের অভাবে যেন কোন গরীব শিক্ষার্থীরা ঝরে না পরে সে দিকে শিক্ষক ও কমিটির সদস্যদের প্রতি লক্ষ রাখতে বলেছেন। শিক্ষার আলোয় আলোকিত করতে এলাকার অভিভাকদের শিক্ষা ক্ষেত্রে বেশি করে সম্পৃক্ত হতে আহ্বান করেন। বিদ্যালয় অনলাইন ক্লাশের গুণগত পাঠ উপস্থাপনের ভূয়সী প্রশংসা করেন।সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অধিক কাজ করতে পরামর্শ দেন এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে সকলের পাশে থাকবেন বলে জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের আরো উপস্থিত ছিলেন: মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ আবুল কালাম আজাদ তমাল, শ্রীকাইল ইউপি চেয়ায়ম্যান নজরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সহিদুল ইসলাম বাবু, আব্দুল হক, মোঃ ইসলাম মেম্বার, আমির হোসেন, রজ্বব হোসেন রাজু, সহকারি প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিনসহ শিক্ষক -শিক্ষিকা ও কর্মচারীগণ।
এছারাও এলাকাবাসীর মধ্যে মোঃ বাহালুল আলম, মোঃ ফারুক, ডাঃ খাস্তগীর সরকার, আবদুস সাত্তার, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাউম খান, যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম বেগ, মোঃ ইব্রহিম, বাঙ্গরাবাজার থানা ছাত্রলীগের আহবায়ক আবুল কালাম, শ্রীকাইল ইউপি যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুস, মোঃ ইব্রাহীম, মোঃ কমল সরকার, মোঃ আরিফ, কৃষক লীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক নূরে আলম ঝিকু, শ্রীকাইল কলেজ ছাত্রলীগের সভাপতি রাজীব সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল কর প্রমূখ।
আপনার মন্তব্য লিখুন