১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধার কন্যাকে হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ , ২৮ আগস্ট ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

তাহা রহমান/ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার মেয়ে পুরবী রানী (৩১) কে মারপিট, হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার বিকলে সদর উপজেলার হরিহরপুর গ্রামে প্রতিবেশী জগদিশের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে পুরবী রানী ।

অভিযোগ জানা যায়, দীর্ঘদিন যাবত ছোট একটি রাস্তা নিয়ে জগদিশের সাথে বিরোধ চলছিল পুরবীদের। ওই দিন প্রয়াত বীর মুক্তিযাদ্ধা সাস্থারাম সিংহের মেয়ে পুরবী রানী বাড়িতেই ছিলেন। হঠাৎ প্রতিবেশী তারিনী মহেনের ছেলে জগদিশ, সুভাস, নরেন, গিরন, বিবকানন্দ অশোক, গীতা, লাভলি, রীনা, সুলতানাসহ আরও বেশ কয়েকজনকে নিয়ে পুরবীদের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা পুরবীকে গুম ও ধর্ষন করে প্রাণনাশের হুমকি দিতে থাকে। এক পর্যায়ে পুরবীকে পিটিয়ে গলা চিপে ধরলে অজ্ঞান হয়ে গেলে তারা পালিয়ে যায়। এ সময় বোনকে বাঁচাতে গিয়ে আহত হয় পুরবী রাণীর ছোট ভাই নিরন রায়ও। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে পুরবী ও তার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুরবী রাণী বলেন, আমার বাবা মারা যাওয়ার পর থেকেই আমাদের দেড় কাঠা জমির উপর লোভ পরে প্রতিবেশী জগদিশের। বিভিন্ন সময় আমাকে ধর্ষন করে লাশ গুম করে দেওয়ার হুমকিও দিয়েছিল।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত কমকতা) গোলাম মর্তূজা জানান, অভিযাগ পাওয়ার পর পরই উপ পরিদর্শক আনিসুর রহমান ঘটনা স্থলে গিয়ে পুরবী ও তার ভাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন