সাদুল্লাপুরে জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন এ্যাড.উম্মে কুলসুম্ স্মৃতি এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ , ২৭ আগস্ট ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা /গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় মৎস্য অধিদপ্তর এর রাজস্ব বাজেটের আওতায় ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির ৪ শত কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। ২৬ আগস্ট বুধবার এসব পোনা মাছ অবমুক্ত করণের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগ সভাপতি গাইবান্ধা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এসময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহরিয়া খান বিপ্লব,
জেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর, রংপুর বিভাগ সহকারি পরিচালক, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় , উপজেলা মৎস্য কর্মকর্তা ,উপজেলা কৃষি, প্রাণিসম্পদ কর্মকর্তা এবং পোনা অবমুক্তকরণ কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ দলীয় নেতা কর্মীরা এতে অংশ নেন।
আপনার মন্তব্য লিখুন