গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের সাথে ডুয়েটের যৌথ চুক্তি স্বাক্ষর!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ , ২৭ আগস্ট ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
সুজন সরকার, ডুয়েট প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক, নন্দিত এবং ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাস্টারপ্লান প্রনোয়নের জন্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর সাথে একটি যৌথ চুক্তি স্বাক্ষর করেছেন। আজ ২৭ই আগস্ট বৃহস্পতিবার ডুয়েটের ভিসি মহোদয়ের অফিস কক্ষে এই যৌথ চুক্তি স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর ড. মোহাম্মদ আলাউদ্দিন, রেজিস্ট্রার (অতিরিক্ত দ্বায়িত্ব) অধ্যাপক ড. আসাদুজ্জামান চৌধুরী সহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসময় মেয়র মহোদয় অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, একটি দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে গাজিপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ও বসবাস যোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ডুয়েটের সাথে আমরা একসাথে কাজ করতে আগ্রহী। এবং সেই সাথে আজকের এই চুক্তির মাধ্যমে দেশের উন্নয়নের সাথে ডুয়েট সরাসরি সম্পৃ্ক্ত হলো। এদিকে ভিসি ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দেশের উন্নয়নের স্বার্থে ডুয়েটের এই চুক্তি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে আমরা উন্নত রাষ্ট্র গঠনে আমাদের অবদানকে সকলের সামনে তুলে ধরতে পারবো বলে বিশ্বাস রাখি। অপর এক প্রসঙ্গে মাননীয় মেয়র মহোদয়ের করা ১০০০ বিঘা জমির মধ্যে এডুকেশন জোন তৈরীর প্রস্তাবনায় ডুয়েটের ২য় ক্যাম্পাসকে এর মধ্যে অন্তর্ভূক্ত করার প্রস্তাব দেন ভিসি মহোদয়।
আপনার মন্তব্য লিখুন