আইন শৃঙ্খলা উন্নয়নে সবাইকে ভূমিকা রাখতে হবে: এমপি শিউলী আজাদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ , ২৫ আগস্ট ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ শান্তির সরাইল গড়ার লক্ষ্যে সকলেই মিলে মিশে কাজ করতে হবে। আওয়ামীলীগ সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। এজন্য অপরাধ প্রবণতা বন্ধসহ আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ মঙ্গলবার (২৫আগস্ট) সকাল সাড়ে এগারোটায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কমিটির উপদেষ্টা সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এসব কথা বলেন।
বর্তমানে করোনাকাল ও বন্যার কঠিন সময়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকের প্রতি আহবান জানিয়ে শিউলী আজাদ এমপি বলেন, মাদক, জুয়ার কারনে যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এ সবের কারনে আইনশৃঙ্খলার অবনতি হয় এলাকায় কোনো উন্নয়ন হয় না। তাই পুলিশের পাশাপাশি আমরা সবাই যার যার এলাকা থেকে মাদক জুয়া বন্ধ করতে হবে।
তিনি আরো বলেন,পুলিশকে কোন তথ্য দিলে যদি বাহিরে প্রকাশ হয় এতো অত্যন্ত দুঃখজনক। এ ব্যপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক ভাবে কাজ করতে হবে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা, অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ,উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের (আবাসিক চিকিৎসক ) আরএমও ডাঃ মোঃ আনাস ইভনে মালেক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাঈম মৃর্দা,উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ,উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছাঃ নিলুফা ইয়াসমিন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, নোয়াগাঁ ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী, পাকশিমুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,পানিশ্বর ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান শরাফত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার আনোয়ার হোসেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা ।
আপনার মন্তব্য লিখুন