সরাইলের ব্যবসায়ীওপথচারীদের মাঝে মাস্ক বিতরণ করলেন ইউএনও
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ , ২৪ আগস্ট ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া সরাইলে করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার(২৪আগস্ট) বিকাল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সরাইল উপজেলার শাহবাজপুর ও সরাইল সদর উচালিয়া পাড়া মোড়
এলাকার বিভিন্ন রাস্তায় পথচারী ও দোকানীদের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এস এম মোসা।এসময় উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার কোনো বিকল্প নেই।
সাধারণ মানুষের মাঝে সচেতনা জাগাতে অনেকে জরিমানা করা হয়েছে।ভয়ভীতি না দেখিয়ে তাদেরকে বুঝিয়ে মাস্ক পরতে বলেছি। তিনি আরো বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে উপজেলার সকল জনগণকে বাড়ী থেকে বের হলেই অব্যশই মাস্ক পড়তে হবে।
মোঃ তাসলিম উদ্দিন
01740647446
আপনার মন্তব্য লিখুন