১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে, কালিকচ্ছ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার দোয়া ও আলোচনা সভাঃ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ , ১৬ আগস্ট ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া সরাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ (১৫ আগস্ট ) শনিবার বাদ আসর সরাইল উপজেলার কালিকচ্ছ পশ্চিম পাড়া নুরুল কোরআন ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার হল রোমে আলোচনা সভার সভাপতি ছিলেন অএ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোঃ জালাল উদ্দিন, প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা,বিশেষ অতিথি ছিলেন,সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান। হাফেজ তারেক রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অএ মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুলাহ বীন জালাল, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, হৃদয়ে সরাইল সংঘটনের সভাপতি মোঃ ফয়সাল আহমেদ দুলালসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা, ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শোষিত মানুষের মুক্তির কন্ঠস্বর । ‘আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি সেই পাকিস্তানিদের হাতে বঙ্গবন্ধু মারা যাননি, তিনি মারা গেলেন আমাদের বাঙালিদের হাতে। কত বড় অকৃতজ্ঞ আমরা! আমরা জাতির পিতাকে নিজেরা হত্যা করেছি। এটা একটা করুণ ইতিহাস।’ তিনি বলেন, খুনি মোশতাক বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। তাদের বিচার হওয়া দরকার। তিনি এ সময় আরো বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালির না। উনি সারা বিশ্বের নেতা। ৭ মার্চের ভাষণকে অস্বীকার করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। উনি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ববাসির একটি সম্পদ। পরাধীন জাতির মুক্তির একটি ঐতিহাসিক বার্তা। যেখানেই অন্যায় অবিচার ছিলো সেখানেই বঙ্গবন্ধু প্রতিবাদ করেছেন। তিনি আরো বলেন, মুজিব বর্ষে বঙ্গবন্ধু উন্নয়নের প্রতীক। বঙ্গবন্ধু ক্ষুদা দারিদ্র্য মুক্ত সুখী সমৃদ্ধ সোনার বাংলা নির্মাণের জন্য যে স্বপ্ন দেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিটা স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন ইউএনও আবু সালেহ মোসা বলেন, যতদিন বাঙালি জাতি আছে, ততদিন বঙ্গবন্ধু সবার হৃদয়ে বেচে থাকবেন। পরে অনুষ্ঠানে সভাপতি হাফেজ মোঃ জালাল উদ্দিন বঙ্গবন্ধু সহ সকল শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন