সরাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃনানা কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাক্ষণবাড়িয়া সরাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।আজ শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা,পরে সংরক্ষিত সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, এডঃ মোঃ নাজমুল হোসেন,অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ আনিছুল ইসলামও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী পুস্পস্তবক অর্পণ করেন।এরপরই উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষথেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।এরপর সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভাও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা’র সভাপতিত্বে় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম( শিউলী আজাদ) অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা,অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ আনিছুল ইসলাম, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ নোমান মিয়া,সরকারের সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান (মাক্কী), উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট মোঃ নাজমুল হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউছার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাইম মৃদা,মৎস্য কর্মকর্তা মোছাঃ মাইমুনা জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা আক্তার,যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ নাজমা বেগম, এডভোকেট জয়নাল উদ্দিন জয়,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন,মোঃ মাহফুজ আলী, মোঃ মোস্তাফিজুর রহমান, হাজী ইকবাল হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে অফিস পাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০- উপলক্ষ্যে আলোচনা সভাও পুরস্কার বিতরণ
অনুষ্ঠান চলাকালে একাধীক বার বিদ্যুত গেলে অতিথিরা বিব্রতবোধ করেন।
আপনার মন্তব্য লিখুন