১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

তর্ক নয়- হজম করতে শিখুন***

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ , ১৩ আগস্ট ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

১. কথা হজম করতে শিখুন। এটা অনেক বড় গুণ।
আপনাকে জীবনে জিততে সহায়তা করবে।

২. কখনও তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়।

৩. আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় সে জিতে গেছে ভেবে, আপনি একটু হাসুন।

৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে। আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।

৫. হারতে শিখুন। সব জায়গায় জিততে নেই। এটা বোকামি।

৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না, তাই কাজ শুরু করুন নীরবে। আপনার কাজই কথা বলবে।

৭. আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন। নিজেকে বিশ্বাস করুন, নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮. আপনি অনেক কিছু পারেন। কি দরকার বলে বেড়ানোর, কাজ করুন। যার প্রয়োজন সে
আপনাকে এমনেতেই খুঁজে বের করবে।

৯. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরদের জিততে দিন। আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন।

১০. নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন। আর নীরবে কাজ করুন। আপনার কাজই আপনার কথা বলবে।

(Collected)

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন