১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

জাতীয় শ্রমিকলীগনেতা- মিনু শেখ এর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক”

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ , ১১ আগস্ট ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আশরাফুল ইসলাম গাইবান্ধা/ গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার জামালপুর গ্রামের মটরশ্রমিকনেতা মৃত আছির উদ্দিনের সহধর্মিণী মহান ১৯৭১’র মুক্তিযুদ্ধে গোপনে মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের নেপথ্যে থেকে নানা ভাবে সহযোগীতাকারী ও খাদ্য সরবরাহকারী বিধবা তছিরন্নেছা বেগম আজ ১১ আগস্ট রাত আনুমানিক ৯ টার সময় নিজ বসতবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর দীর্ঘদিন হলো তিনি জটিল ও কঠিন রোগে ভুগছিলেন নিজ বাড়ী হতে ডাক্তারের পরামর্শে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে ছেলে মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পলাশবাড়ী উপজেলা জাতীয় শ্রমিকলীগ সহ সাধারণ সম্পাদক মিনু শেখের মা।

মরহুমার আত্মার শান্তি কামনা করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ,উপজেলা আওয়ামীলীগ,উপজেলা ও জেলা শ্রমিকলীগসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমার নামাজে জানাযা ১২ আগস্ট বুধবার সকাল ১০ ঘটিকায় জামালপুর সরকারি প্রাথমিক মাঠে অনুষ্ঠিত হবে । এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন