১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

কুমিল্লায় মাদকের আসামীকে ছাড়িয়ে নিতে ঘুষের টাকাসহ র‌্যাবের হাতে আটক ৬ জন #

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ , ১১ আগস্ট ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

এম কে আই জাবেদ, কুমিল্লা/ কুমিল্লায় মাদকদ্রব্যসহ আটককৃত ৪ আসামীকে ছাড়িয়ে নিতে এসে ঘুষের ২লাখ টাকা নিয় আসা ২ জনসহ মোট ৬ জনকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ একটি টিম।
র‌্যাব -১১ (সিপিসি ২) এর অধিনাযক মেজর সাকিব জানান, সোমবার নগরীর নানুয়াদীঘি এলাকা থেকে ৩০৫ পিছ ইয়াবা, ১২টি বিয়ারের ক্যান এবং মাদক বিক্রির নগদ ৩৭ হাজার টাকাসহ ৪ জন মাদক ব্যবসায়ী প্রথমে আটক করা হয়। তারা হলেন: সজীব, নিপু, জলিল ও আবুলক। আটককৃতদের কুমিল্লা র‌্যাব অফিসে নিয়ে আসার পর তাদেরকে ছাড়িয়ে নিতে ফোনে ২লাখ টাকা উৎকোচ (ঘুষ) প্রদানের চেষ্টা একদল। কৌশলে তাদের সাথে যোগাযোগ আটক করা হয় আরো ২ জনকে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও উৎকোচ প্রদানের চেষ্টার অপরাধে দুদকের মামলা প্রদানের আইনানুগ ব্যবস্থা করে আদালতে প্রেরন করা হলে আদাতল ৬ জনকে কারাগারে প্রেরন করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন