আমরা কোন দেশে বাস করি-?সরকারি এসি রুমে বসে গ্রাহকের অতিরিক্ত বিল ডাকাতি!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ , ১১ আগস্ট ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলা বিদ্যুত বিল নিয়ে মোঃ মাহবুবুর রহমান বকুল মিয়া তার নিজ ফেসবুকের স্ট্যাটাসের লেখাটি পাঠকের জন্য হুবহু দেওয়া হল।
প্রসংগঃ-সরকারী এ সি রুমে বসে সাধারন গ্রাহক এর উপর অতিরিক্ত বিল ডাকাতি । ঘটনা স্হলঃ-সরাইল বিদ্যুৎ অফিস। আমি মোঃ মাহবুবুর রহমান বকুল একজন সাধারণ বিদ্যুৎ গ্রাহক। গত বছর আমার বাড়ীর মিটার প্রিপেইড করার সময় পূর্বের মিটার রেডিং ছিল ৪৩০ ইউনিট যাহা প্রিপেইড স্হাপনকারী দীপক বাবু বিদ্যুৎ বিলে উল্লেখ করেন । কিন্তু আমাকে বিল দেওয়া হয় ১৪৮০ ইউনিটের ৬৮৭৯ টাকা। আমি এই বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ বিদ্যুৎ, উপজেলা প্রশাসন সরাইল, ও সম্মানিত সাংবাদিক বৃন্দের দৃষ্টি আকর্ষন করিলে টিভি চেনেল সহ বিভিন্ন পেপার পএিকায় অনেক লেখা লেখি হয়। আশা ছিল বিল সংশোধিত হয়ে আসবে। কিন্তু না এক বছর পর ৪৩০ ইউনিট পুনরায় ১৪৮০ ইউনিট হয়ে ৬৮৭৯ টাকার স্হলে ৭৪৩৭ টাকা হয়ে আসে। অবশেষে অতিরিক্ত অন্যয় বিল দিতে বাধ্য হলাম। ৪৩০ ইউনিটের পরিবর্তে অন্যায় ভাবে আমার নিকট হইতে বিল আদায় করা হল ১৪৮০ ইউনিটের বিল। এই সমস্ত অসৎ লোকদের বিচার এ দেশে না হওয়া স্বাভাবিক। এত লেখা লেখি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন,উপজেলা প্রশাসন এর দৃষ্টি আকর্ষন কোন ই কাজে আসল না। অবশেষে অন্যায় ভাবে অতিরিক্ত বিল আদায় করা হল আমার নিকট থেকে। প্রশ্নঃ-আমরা কোন দেশে বাস করি?
তবুও বলি আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালো বাসি।
সংযুক্ত ঃ- মিটার এর ছবি,পূর্বের বিল,বর্তমান পরিশোধিত বিল।
আপনার মন্তব্য লিখুন