চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
সোহেল সজীব চুয়াডাঙ্গা (১০-০৮-২০)চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে হালিমা খাতুন (৭০) ও শামিম হোসেন (২৮)নামে দুই জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার ভোরে হালিমা খাতুন ও সকাল সাড়ে ১০ টার দিকে শামিম হোসেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শামিম কবির জানান, চুয়াডাঙ্গা জেলা শহরের মুন্সিপাড়ার মৃত দাউদ হোসেনর স্ত্রী হালিমা খাতুন ও জেলার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের আব্দুর রশিদের ছেলে শামিম হোসেন বেশ কয়েকদিন ধরে স্বর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন।
হালিমা খাতুনের রোববার দুপুর সাড়ে ১২ টায় শ্বাসকষ্ট বাড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন পরিবারের সদস্যরা। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।অপরদিকে, শামিম হোসেন জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিল বেশ কয়েকদিন ধরে। আজ সোমবার সকাল ১০ টায় তার শ্বাস কষ্ট বাড়লে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ভর্তির আধাঘন্টা পরে মারা যান তিনি। তিনি আরও জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া হালিমা ও শামিম হোসেনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। স্বাস্থ্য বিধি মেনে তাদের মরদেহ দাফনের বিষয়টিও নিশ্চিত করা হবে।
আপনার মন্তব্য লিখুন