১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে— চাঁদ সুলতানা সীমা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আমি চাদ সুলতানা সিমা বাংলাদেশ আওয়ামীলীগের অরুয়াইল ইউনিয় কমিটির মহিলা সম্পাদিকা। আমার বাড়ি অরুয়াইল ইউপি রাজাপুর গ্রামে।আমি এলাকার সাবেক মহিলা মেম্বার ছিলাম। আগামী ইউনিয়ন নির্বাচনে অরুয়াইল ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন করার প্রস্ততি নিচ্ছি এবং আমি একজন প্রার্থী। আমার
স্বামী ইছাক মিয়া রাজাপুর গ্রামেরএক পল্লী চিকিৎসক
কিছু লোক আমার বিরুদ্ধে স্বরযন্ত্র শুরু করেছে। আমি সবার উদ্যোশে বলতে চাই। রাজাপুর গ্রামের রোমান মিয়া, কামাল হোসেন, আফজাল হোসেন,রহিছুল ইসলাম, দেওয়ানসহ বি এন পির কিছু কর্মী সমর্থকের স্বরযন্ত্র করে। মিথ্যা অভিযোগে ফাসানোর অপচেষ্টা করছে। তারা কিছু দিন আগে আমার বিরুদ্ধে উদেশ্য মুলক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। তারা অভিযোগ করেছে প্রতিবন্ধীদের কাছ থেকে আমি টাকা নিয়েছি। তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। আমি নির্বাচিত মেম্বার বা চেয়ারম্যান নয়।যে ভাতার কাজ করিয়ে দিতে পারিব।এখানে উল্লেখ্য যে অভিযোগ কারী নোমান মিয়া উরফে রোমান আহাম্মদ আমার বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তুলেছ। রোমানের সঙ্গে আমাদের মামলা মোকাদমা চলমান। কবরস্থানের জায়গা নিয়েও তার সাথে আমাদের বিরুদ্ধে রহিয়াছে।সেই সুবাদে আমাকে বেকায়দা ফেলার জন্যে এলাকার কিছু গরীব মানুষকে
ভয়বেতি দেখিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলিয়েছে। মুলত আমি কারো কাছ থেকে টাকা পয়সা নেই নাই। অন্যআন্য অভিযোগ কারি বি এন পির কর্মী ও সমর্থক। আমি আওয়ামীলীগ করি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে বেকায়দা ফেলতেই তারা ও স্বরযন্ত্রের শামিল হয়েছে।
আমি এই স্বরযন্ত্রের তিব্র- নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন