চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যুঃ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ , ৯ আগস্ট ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
সোহেল সজীব চুয়াডাঙ্গাঃ করোনা উপসর্গ নিয়ে সিফাউর রহমান (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ ৯ ই জুলাই রোববার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি পৌর এলাকার বাগানপাড়ার মৃত আবু ইউনুসের ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর জানান,
সিফাউর রহমান কয়েকদিন ধরে সর্দি কাশি জ্বরসহ শ্বাস কষ্টে ভুগছিলেন। তাকে গতকাল সন্ধ্যায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় তাকে
হলুদ জোনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ ভোরে মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফনের অনুমোদন দেয়া হয়েছে।
আপনার মন্তব্য লিখুন