ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাংগো জুস খাইয়ে স্বর্ণালঙ্কার লুট’
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ , ৭ আগস্ট ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ আজহার উদ্দিন/ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ম্যাংগো জুস খাইয়ে স্বর্ণালঙ্কার লুট করা অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার ৭ই আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুষ্কৃতিকারী দুই মহিলা ওই গ্রামের হুজুর বাড়িতে মেয়ের সাথে দেখা করার কথা বলে জাহানারা নামের বৃদ্ধাকে নিয়ে যায়। তারপর ম্যাংগো জুসের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে জাহানারাসহ দুইজনকে অজ্ঞান করে ১লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে।
পরে অজ্ঞান অবস্থায় ২জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- জাহানারা (৬০) ও মারিয়া (০৫)।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম মুসা চৌধুরী জানিয়েছেন, চেতনানাশক ওষুধ খাওয়ার ফলে তাদের এই অবস্থা হয়েছিল। তবে তাদের অবস্থা আশংকাজনক। যে কোন সময় অবস্থা খারাপ হলে ঢাকা নিতে হবে।
সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞান ২জন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনোও থানায় লিখিত অভিযোগ করেননি।
আপনার মন্তব্য লিখুন