১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার চাপায় ৪বছরের শিশু নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ , ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ আজহার উদ্দিনঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ০৯জনসহ জেলায় ১০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় নতুন ২৪জন সুস্থ হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ১৯৬১জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৬ই আগস্ট) রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

গত ৫ই আগস্ট এর ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ৩৩টি রিপোর্টে নতুন ১০জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে জানান জেলা সিভিল সার্জন অফিসের দায়িত্বরত চিকিৎসক ডা. সানজিদা আক্তার।

গত ৬ই আগস্ট রাতের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ০৯জন ও কসবা উপজেলায় ০১জন শনাক্ত হয়েছে। জেলায় নতুন ২৪জন সুস্থ হয়েছে। এর মধ্যে নবীনগর উপজেলায় ১০জন, কসবা উপজেলায় ১০জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৪জন ।

সর্বশেষ গতরাতের রিপোর্ট পর্যন্ত জেলায় ১৯৬১জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬৭৬জন, আখাউড়া উপজেলায় ১৭৪জন, বিজয়নগর উপজেলায় ৬১জন, নাসিরনগর উপজেলায় ৮২জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৪৭জন, নবীনগর উপজেলায় ৩৩৩জন, সরাইল উপজেলায় ১০৮জন, আশুগঞ্জ উপজেলায় ১৫৩জন ও কসবা উপজেলায় ২২৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ১৩৬০জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৬জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৬২০জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১৪৫৭৪জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১৩৯০৫ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১৯৬১জন আক্রান্ত হয়েছে৷

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন