অবশেষে বিজয়নগরের হালিয়াজুরি বিলের অবৈধ বাঁধ উচ্ছেদ- জনগণের স্বস্তি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ , ৫ আগস্ট ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হলিয়াজুড়ি বিলের বুকে মাছ চাষের জন্য আড়াআড়ি ভাবে দেওয়া সেই বাঁশের বেড়া ও জালের বাঁধ অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুরে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের নির্দেশে বিজয়নগর উপজেলার ০৪ ইউনিয়ন চম্পকনগর, পত্তন, বিষ্ণুপুর ও সিঙ্গারবিল এর ৭ কিঃ মিঃ ব্যাপী বিলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও অবাধ পানিপ্রবাহে অবৈধভাবে স্থাপিত ৪টি বাঁধ উচ্ছেদ করেছে বিজয়নগর উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইয়াসির আরাফাত বলেন, বিলে পানির প্রবাহ স্বাভাবিক করতে স্থানীয় এমপি র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশনা ও আন্তরিক সহযোগিতায় এবং জেলা প্রশাসক হায়াত-উদ- দৌলা খাঁনেের নির্দেশে সেতুর নিচে বিলের বুকে বাঁশের বেড়া ও জালের বাঁধ উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে বিলের পানির প্রবাহ স্বাভাবিক থাকায় এপাশ থেকে ওপাশের মাছের যাতায়াতে এবং নৌকার চলাচলে কোনো বাঁধা থাকবে না।
বিশিষ্ট সমাজসেবক আশরাফুল ইসলাম সুমন জানান,এতে জীববৈচিত্র্য ধ্বংসের হাত হতে রক্ষা পেয়ে প্রকৃতির ভারসাম্যতা ফিরে পেয়েছে। প্রকৃতিতে এসেছে তার স্বাভাবিক গতি। দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের অবাধ বিচরণ এবং স্বাভাবিক প্রজনন প্রক্রিয়াসহ মৎস্যজীবী, গরীব-দুঃখী মানুষের অধিকার ফিরে পেয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
আপনার মন্তব্য লিখুন