১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল থেকে ২০ পিছ ইয়াবাহসহ আটককৃত ২ জনকে কারাগারে প্রেরণঃ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ , ৪ আগস্ট ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

স্টাফ রিপোর্টার: কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কালী মন্দিরের পাশে একটি ফার্নিচারের দোকান থেকে ২ আগস্ট রবিবার (রাত ৯টা) ইয়াবা সেবনরত অবস্থায় স্থানীয় যুব সমাজের হাতে ২ জন আটক হয় এবং অপর একজন শ্রীকাইল গ্রামের পালিয়ে যায়। শ্রীকাইল গ্রামের অবসর প্রাপ্ত (পুলিশ) আব্দুর রহিম বেগ স্থানীয় বাঙ্গরা বাজার থানায় ফোন দিলে এস আই জীবন রায় চৌধুরি দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।

আটককৃতদের নিটক থেকে ২০ পিছ ইয়াবা উদ্ধার করে এবং এলাকার যুব সমাজের হাতে আটক ২ জনকে গ্রেপ্তার করে রাতেই মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পরের দিন সোমবার (৩ আগস্ট) দুপুরে কুমিল্লা আদালতে সোপর্দ করেন। আদালতের বিজ্ঞ বিচারক মাদক মামলায় এই দুই আসামীর জামিন আবেদন নাকচ করে তাদেরকে কুমিল্লা কারাগারে প্রেরণ করেন।

বাঙ্গরা বাজার থানার এস আই জীবন রায় থেকে জানাযায়, শ্রীকাইল এলাকায় জনতার হাতে ইয়াবাসহ আটককৃত ২ জন হলেন আকুবপুর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের মেহেদী হাসান, মুকলেশপুর গ্রামের মোঃ মামুন এবং পালাতক আসামী হলেন শ্রীকাইল গ্রামের লিটন। পুলিশ বাদী হয়ে তাদের ৩ জনের বিরোদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং মাদক দ্রবের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন