হয়তো তুমি ভুলে গেছো – আজ পাথরের দুনিয়ায়!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ , ৩ আগস্ট ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তসলিম উদ্দিন/যাকে নিয়ে ভেবেছি হাজার সময়,জীবন খেলায় চলে গেছে স্বপ্নের এক গুচ্ছ লাল ফিতার সুপ্রভাত,রাতের হারিকেনের আলোতে ভাবতে ভাবতে কোন সময় চোখ পড়ে গেছে ঘুমের ঘরে? জীবনে যাকে নিয়ে এত স্বপ্ন এত ভাবনা”হয়তো তুমি ভুলে গেছো আজ পাথরের দুনিয়ায়!! জানিনা আছো কোথায়? যাকে নিয়ে ভাবি নি।সে আজ চার দেওয়ালের ভিতরে। মনোপাগল বলে,বাড়ির কাছে আরশিনগর সেথায় কোন সে বসত করে। মনোরে একদিনও না দেখিলাম তারে ! জীবন খেলাই হয়তো তোমাকে দেয়া আগের নামেই তোমাকে সম্বোধন করা যেতো। কারণ ঐ নামটাও আমার প্রচন্ডরকম ভালোবাসার। তবু আজ তোমাকে চেনা নামে ডাকতে ইচ্ছে করলো না।এর সঙ্গে মানুষের জীবনের পরিভাষার অনেক মিল। খেলার সঙ্গে এ রকম নানা মিল জীবনকে খেলার ফ্রেমে দেখলে হয়তো খেলাই মনে হবে। খেলাকে বরং আমরা বলতে !তুমি আশা ভালোবাসা রয়েছ হৃদয় জুড়ে যে তৃষা জাগিলে তোমারে হারাব সে তৃষা আমার জাগায়ো না প্রাণে -! তাই বলি প্রাণগো ভুল খেলাতে, বাইজ্জোনারে শ্যামের বাঁশি জয় রাধা বলিয়া?
আপনার মন্তব্য লিখুন