ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে- মাছের পোনা অবমুক্ত””
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ , ২৭ জুলাই ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আজ ২৭ জুলাই,দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের উদ্যোগে মুক্ত জলাশয়ে বিভিন্ন জাতের ৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেরর সামনে কুরুলিয়া খালে মাছের পোনা অবমুক্ত করা হয়।
চীফ জুডসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শামসুজ্জামান সহ জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক বলেন, কেউ যাতে পোনামাছ ধরতে না পারে সেজন্য মোবইল কোর্ট পরিচালনার পাশাপাশি কারেন্ট জাল জব্দ করতে অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন