আইন-শৃঙ্খলা সভায়, সরাইলে কোন মাদক ব্যবসায়ীর স্থান হবে না– ওসি নাজমুল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ , ২৬ জুলাই ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ সরাইল উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) সরাইল উপজেলা নিবার্হী অফিসার এ এস এম মোসা’র সভাপতিত্বে আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় কমিটির সদস্যদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও এ এসএম মোসা’র সভার কার্যক্রম শুরু করেন।সকাল সাড়ে এগারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর,সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ মিয়া, পরিষদের মহিলা- ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছাঃ নিলুফা ইয়াসমিন,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, পাকশিমুল ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম,শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাজীব আহমেদ রাজ্জী, উপজেলা মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাঈম মৃর্দা
বিশেষ অতিথির বক্তব্যে ওসি এ এম এম নাজমুল আহমেদ বলেন,সরাইলকে মাদকমুক্ত করতে থানা পুলিশ রাতদিন কাজ করে যাচ্ছে। তারপরও আমরা বেশ কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী, জুয়ারি, মাদক পাচারকারী ও মাদকসেবীদের আটক করতে সক্ষম হয়েছি। এদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের তিনটি শ্রেণীভেদ রয়েছে, পাচারকারী,মধ্যস্থকারী, আরেকটি হলো মাদক সেবনকারী,তারা যত বড় প্রভাবশালী হোক না কেন আইনের হাত থেকে রক্ষা পাবে না। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্য করে ওসি বলেন, আপনারা যদি পুলিশ প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করেন এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম পুলিশ দিয়ে ভালোভাবে রাতে প্রতিটি ওয়ার্ডে পাহারার ব্যবস্থা করেন- তাহলে সমাজ তথা ইউনিয়ন থেকে মাদক ও সন্ত্রাস চিরতরে নির্মূল করা সম্ভব।
সরাইল থানা ওসি বলেন,অত্র থানা এলাকায় দালাল বা কোন মাদক ব্যবসায়ীর স্থান হবে না। যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত থাকবে, তাদের ঠিকানা হবে জেলখানা বলে হুসিয়ারি উচ্চারণ করেন। মাদক, চুরি, ছিনতাই, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের স্বার্থে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি। পরিশেষে
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সরাইল উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে, আইন শৃঙ্খলা বাহিনী সরকারের দেওয়া নির্দেশনাবলী ও ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানান ওসি।
আপনার মন্তব্য লিখুন