কোভিড ১৯ প্রতিরোধে বিজয়নগর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত***
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ , ২৫ জুলাই ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
কোভিড ১৯ প্রতিরোধে ও আইনশৃঙ্খলা রক্ষার্থে আজ বিজয়নগর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন জনকে সতর্ক ও জরিমানা করা হয়।
আজ ২৩ জুলাই, সরকারি নির্দেশাবলী ভঙ্গ করে গণপরিবহন পরিচালনা , মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘোরা-ফেরা করা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত না করে ব্যবসা প্রতিষ্ঠান/দোকান-পাট পরিচালনার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো মাহবুবুর রহমান।
এ সময় বিভিন্নজনকে সতর্ক ও সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ভংগ করায় ৪ জনকে ১১০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন