সরাইলে পানিশ্বর শাখাইতি গ্রামীণ রাস্তা’র বেহাল দশা!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ , ২৩ জুলাই ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন শাখাইহাতি গ্রামীণ রাস্তা-ঘাটের বেহাল দশা। দেখার কেউ নেই।
২২ জুলাই বিকেলে সরেজমিন গেলে সরাইল উপজেলার পানিশ্বর বাজার থেকে দেওবাড়ীয়া চকবাজার পর্যন্ত এ চিত্র দেখা যায়।পানিশ্বর বাজার থেকে দেওবাড়ীয়া চকবাজার পর্যন্ত, রাস্তাটির বেহাল দশা। শাখাইতি কিন্টারগার্ডেন স্কুলের পাশে রাস্তার ইটের সলিং ওঠে গিয়ে পানি-পেককাদা গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যাত্রী ও জনসাধারনকে চরম ভোগান্তী পোহাতে হচ্ছে। এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা বলেন,প্রতিদিন এই জনগুরুত্বপূর্ণ রাস্তায় চলাচলরত মটরসাইকেল, মোটর চালিত রিকশা, সিএনজি, অটোরিকসা ও টমটম চালকরা যাত্রী নিয়ে গাড়ি চালাতে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। সেই সাথে জনসাধারণ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটে। দেখেন তো বতর্মানে রাস্তার অবস্থা খুবই নাজুক।এ নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই বলে অভিযোগকরেছেন স্থানীয়রা। তারা আরো বলেন,স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বলেছি তারা রাস্তা ঘাটের উন্নয়ন হবে বলে আশস্থই করে! ভাই এখন সিএনজিতে ওঠলে কোমরে ব্যাথা হয়ে যায়।
পানিশ্বর ইউপি ৩ং ওয়ার্ডের মেম্বার মোঃ সুমন মুন্সী বলেন,পানিশ্বর বাজার শাখাইতি গ্রাম থেকে দেওবাড়ীয়া চকবাজার পর্যন্ত ইটেরসলিং রাস্তাটি অবস্থা খুবই খারাপ মানুষ চলাফেরা করতে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে। এ রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য সরাইল উপজেলা চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করছিও রাস্তাটির দিকে নজর দেওয়ার জন্য।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পানিশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ দ্বীন ইসলাম বলেন, অতিবৃষ্টির কারণে রাস্তার অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়ে পানি জমে পথচারীদের ও যানবাহন চলতে অসুবিধা হচ্ছে। জনগণের দুর্ভোগ যাতে না হয় রাস্তাটির কাজ করতে সংলিষ্টকর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
আপনার মন্তব্য লিখুন