ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় বীর-মুক্তিযোদ্ধার মৃত্যু–
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ , ২২ জুলাই ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর খান (৯০)। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় শহরের মধ্যপাড়া বাসায় আইশোলেসনে থাকাবস্থায় মারা যাওয়া আবু বক্কর খান জেলার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুল ওয়াহিদ খানের পুত্র।
পরিবারের সদস্যরা জানান, গত ১৭ জুলাই আবু বক্করের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকেই তিনি মধ্যপাড়ার বাসায় হোম আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিনি মারা যান। তার মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, জেলায় এখন পর্যন্ত এক হাজার ৭৮৫ জনের করোনা সনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩০ জন।
আপনার মন্তব্য লিখুন