সরাইলে পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ চার মাদক কারবারী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ , ২১ জুলাই ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধি। ব্রাক্ষণবাড়িয়া সরাইল থানা পুলিশ পৃথক অভিযানে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড় হইতে আরমান ষ্টোর সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে দুকেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে অাটক করে।থানা সুত্রে জানান, মঙ্গলবার (২১ জুলাই )এ এস আই মোঃ আলা উদ্দিনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে আরমান ষ্ঠোরের সামনে পাকা রাস্তার পাশ হইতে আসা দুজন থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে তাদেরকে থানায় নিয়ে আসে। আটককৃতরা হল মোঃ মহিবুর রহমান, পিতা- মৃত মোহাম্মদ অালী, অপরজন মোঃ নাজিম উদ্দিন(৩৫), পিতা-মৃত তাহের মিয়া, উভয়সাং -মামুদনগর, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ।একি দিনে অপরদিকে এ এস আই মোঃ খলিলুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সরাইল উপজেলা ইসলামাবাদ(গোগদ) রাস্তার উপর হইতে আসামী মোঃ রুবেল মিয়া(৩০), পিতা-মোঃ মালেক মিয়া অপরজন মোঃ নাছির(২৬), পিতা-হানিফ দফাদার, উভয় গ্রাম
ছয়সূতি, থানা-কুলিয়াচর, জেলা- কিশোরগঞ্জ তাদেরকে কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে সরাইল থানায় নিয়ে আসে।
দুকেজি গাঁজাসহ চারজন গ্রেফতারের কথা স্বীকার করে, সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ বলেন,চলমান মাদক বিরোধী অভিযানে পৃথক পৃথক স্হান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য আইনে মামলা করা হবে। তিনি বলেন,সরাইল থানায় মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” কোন প্রকার ছাড় নেই প্রতিনিয়ত অভিযান চলবে।
আপনার মন্তব্য লিখুন