সরাইলে গাঁজাসহ মাদক কারবারী মকবুল গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল পুলিশের সফল অভিযানে এক-কেজি গাঁজাসহ মোঃ মকবুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ সুপার দিকনির্দেশেনা সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল ও অফিসার ইনচার্জ সার্বিক তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রোববার (১৯ জুলাই ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আনোয়ার হোসাইন,এসআই গৌতম চন্দ্র দে, এএসআই দীলিপ কুমার নাথসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সরাইল উপজেলার শাহবাজপুর (হাবলীপাড়া নেজাবত উল্ল্যা বাড়ী) থেকে আসামী মোঃ মকবুল মিয়ার পশ্চিম ভিটির দো-চালা টিনের বসত ঘরের উত্তর পার্শ্বের কক্ষের খাটের নিচ হইতে গাঁজাসহ গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।গ্রেফতারকৃত মোঃ মকবুল(২৮) শাহবাজপুর-হাবলী পাড়ার আঃ রহিমের ছেলে।
সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ বলেন, চলমান মাদক বিরোধী অভিযান এককেজি গাঁজাসহ মকবুলকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকদ্রব্য আইনে মামলা করে
বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন