এবার করোনা পরীক্ষার নামে প্রতারণায় সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল—–
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কভিড-১৯ পরীক্ষা ও র্যাপিড কিট দিয়ে কভিড-১৯-এ আক্রান্ত রোগীদের অ্যান্টিবডি টেস্টের কাজ করে আসছিল রাজধানীর গুলশান-২-এ অবস্থিত সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল। আজ রবিবার বিকেলে হাসপাতালটিতে অভিযান শুরু করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, হাসপাতালটি অনুমোদন ছাড়াই র্যাপিড কিট দিয়ে কভিড-১৯-এ আক্রান্ত রোগীদের অ্যান্টিবডি টেস্টের কাজ করছিল।তিনি বলেন, হাসপাতালটির বিরুদ্ধে আমরা তিনটি অভিযোগ পেয়েছি। এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর তাদের কভিড-১৯ পরীক্ষার অনুমোদন দিয়েছিল। কিন্তু তাদের কভিড-১৯ পরীক্ষার স্বয়ংক্রিয় মেশিন না থাকায় এই অনুমোদন বাতিল করা হয়। এর পরও তারা গোপনে কভিড-১৯ পরীক্ষা চালিয়ে যাচ্ছিল। তারা বাইরের রোগীদেরও টেস্ট করেছে।
আপনার মন্তব্য লিখুন