ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ পাড়া (উত্তর-পূর্বাংশ) কল্যান সমিতি কর্তৃক সিসি ক্যামেড়া স্থাপন কার্যক্রমের উদ্ধোধন!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ , ১৭ জুলাই ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ পাড়া (উত্তর-পূর্বাংশ) কল্যান সমিতি কর্তৃক সিসি ক্যামেড়া স্থাপন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।আজ শুক্রবার সকালে শহরের কলেজপাড়ায় অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনের সভাপতি প্রফেসর ড.মোঃ শাহ আলম।এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারন সম্পাদক ওয়াহিদ সারোয়ার,বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান খান বিপ্লব,সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান বাবু,পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সদর মডেল থানার এস,আই আব্দুল মোতালিবসহ সংগঠনের অন্যান্য সদস্যসহ স্থানীয় সূধীজনরা।এ সময় সংগঠনের পক্ষ থেকে আজ ২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয় পর্যায়ক্রমে আরো ৩২ টি ক্যামেরা স্থাপন করা হবে।এ সময় বক্তারা বলেন,২০০৮ সালে আমাদের এ সংগঠনটির যাত্রা শুরু হয়ে আজ এ পর্যায়ে এসে দাড়িয়েছে।গত ৬ মাসে আমাদের এ নতুন কমিটি আগের চেয়ে আরো গতিশীলতার মাধ্যমে কার্য পরিচালনা করছে।আমরা বৈশি^ক করোনা মোকাবিলায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি ।প্রথমেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে আমাদের সংগঠনের নতুন কমিটির কার্যক্রম শুরু করি।তারপর করোনায় দুস্থ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরনসহ এখন আত্র এলাকায় চুরি ছিনতাই রোধে যেটি খুবই গুরুত্বপুর্ণ সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন করেছি।আমাদের এ সংগঠনের উন্নয়ন কর্মকান্ড চলমান থাকবে।সবার প্রচেষ্টায় আমরা সফল হচ্ছি এবং ভবিষ্যতে আমরা উন্নয়ন কর্মকান্ড ধরে রাখতে চাই।রেললাইন এলাকা ও নদীবেষ্টিত হওয়ায় এদিকে চুরি ছিনতাইটা বেশি হয় সেজন্য সিসি ক্যামেরাটা বিশেষ প্রয়োজন। অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে এমন চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের প্রতিনিধি সংগঠনের সবাইকে সাধুবাদ জানিয়েছে।
আপনার মন্তব্য লিখুন