কসবা থানা পুলিশ কর্তৃক ১৫ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার:
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ , ১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশ অনুযায়ী মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে টানা মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান নির্দেশনায় কসবা থানায় কর্মরত এসআই/মোঃ নুরে আলম, এএসআই/মোঃ মোখলেছুর রহমান থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ১৪/৭/২০ইং তারিখ দিবাগত ২ ঘটিকার সময় কসবা থানাধীন পৌরসভা তালতলা থেকে মোঃ ইসমাইল মিয়া (৩৫), পিতা-সমরাজ মিয়া, সাং-শালিকপাড়া (কসবা পৌরসভা), ২। মেহেদী হাসান খাইরুল (২০), পিতা-মোঃ মিজান ভূইয়া, সাং-নেমতাবাদ উত্তর পাড়া গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে কসবা থানার মামলা নং-৩৬, তারিখ-১৫/৬/২০ইং, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১৯(গ)/৪১ ধারায় মামলা রুজু করতঃ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় পলাতক আসামী মোঃ আরমান খান ও কুদ্দুছ মিয়ার কথামত গাঁজাগুলি ভারত সীমান্ত হতে নিয়ে আসে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
আপনার মন্তব্য লিখুন