১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বঞ্চিত শিশুদের মৌলিক অধিকার রক্ষা করতে “ওয়ার্ল্ড চিলড্রেন ফোরাম”

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ , ১২ জুলাই ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আমাদের এই World children Forum এর মূলত প্রধান কাজ হচ্ছে আমাদের দেশের সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক অধিকার রক্ষা করা।প্রথমেই যে কাজগুলো করা হবে তা হচ্ছে শিশুদের মৌলিক অধিকারের মধ্যে তিনটি অধিকার রক্ষা করা।
১/ খাদ্য ২/শিক্ষা ৩/চিকিৎসা

শিশুদের অধিকার রক্ষায় আমাদের সবাইকেই বিনা স্বার্থে কাজ করে যেতে হবে।জাতীয় পর্যায় থেকে আমাদের বিভিন্ন তথ্য প্রদান করা হবে তা আমরা বিভাগীয় এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে দলীয়ভাবে কাজ করে যাবো।সারা পৃথিবীতে এখন এক মহামারি এর জন্য কোনো পদক্ষেপ এখন নেয়া যাচ্ছে নাহ।কিন্তু দেশ ও পৃথিবী এই মহামারি মুক্ত হলেই আমাদের মাঠে নামতে হবে অসহায় শিশুদের জন্য।আমাদের বর্তমান কাজ হলো প্রতি জেলা থেকেই মেম্বার কালেক্ট করা।ইতোমধ্যে কিছু জেলা থেকে মেম্বার এসেছে আর কিছু জেলা এখনো বাকি আছে।আমরা চেষ্টা করে যাবো যেন বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই যেন আমরা মেম্বার ও প্রতিনিধি পেয়ে যায়।এখনো প্রতিটি জেলা থেকে মেম্বার কালেক্ট না হতে পারায় এখনো লিডার কর্তৃক কোনো বিভাগ বা জেলা প্রতিনিধি বাছাই করা হয়নি।কিন্তু শিঘ্রই আমরা আমাদের প্রতি জেলা থেকে মেম্বার পেয়ে যাবো এই আশায় আমাদের সবাইকে এখন কাজ করতে হবে।এবং অবশ্যই সবাইকে একতা বজাই রেখে কাজ করতে হবে।দশে মিলে করি কাজ এই স্লোগান নিয়েই এগিয়ে যেতে হবে।আর সবাইকে মনে রাখতে হবে যে আমরা কাজ করছি নিজ স্বার্থে নয়,গরিব অসহায় পথশিশুদের জন্য তাদের অধিকার রক্ষার জন্য।
আমাদের ইতিমধ্যে বিভাগথেকে বিভাগীয় প্রধান প্রতিনিধি সংগ্রহ করা হয়েছে। কিছু দিনের মধ্যে বিভাগীয় প্রধান প্রতিনিধি দের তালিকা প্রকাশ করা হবে।জেলা পর্যায়ে প্রতিনিধি বাচাই পর্ব চলছে। জুলাই মাসের মধ্যে সকল প্রতিনিধি নিবার্চন সম্পন্ন হবে বলে জানিয়েছেন, World child forum এর চেয়ারম্যান।

World child forum এর কিছু advisory panel এর adviser নেওয়া হবে। যিনি কার্যকর্মের বিভিন্ন উপদেশ এবং উপায় দিয়ে সাহায্য করার মাধ্যমে শিশুদের অসুবিধা তুলে ধরতে পারে এবং কাজের নিদের্শনা দিতে পারেন।
শর্ত
বয়সঃ২০ এর উর্ধ্বে।
সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করতে হবে এবং তাদের জন্যে ভালো ভালবাসা থাকতে হবে।
যারা Adviser panel এ কাজ করতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন।
Mohua lota (Chairman of WcF)
E-mail –mohualota@gmail.com
Md Deenislam
01727305477
(Chairman WCF)
Md Azmaine Mahatab (Advisor panel)
01962660159

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন