দুই কেজি গাঁজাসহ আটক ১ ‘ সরাইলে জিরো টলারেন্স হবে মাদক, ভারপ্রাপ্ত কর্মকর্তা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ , ১২ জুলাই ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
- মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ মাদক ব্যবসায়ী আমিনকে গ্রেফতারের কথা স্বিকার করে বলেন, মাদক ব্যবসায়ী, মাদক পাচারকারী তারা নিজেকে যত বড়ই শক্তিশালী মনে করুক,আইনের হাত থেকে রক্ষা পাবেনা। মাদকের সাথে যারা জড়িত যত বড় শক্তিশালী হন আইনের হাত থেকে রক্ষা পাবেন না। খুঁজে খুঁজে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করা হবে। সরাইল থানা মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এগিয়ে যাচ্ছে।
আজ রোববার (১২ জুলাই)জেলা পুলিশ সুপারের, দিকনির্দেশেনা নবাগত সরাইল সার্কেল ও অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা এ এস আই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঢাকা-সিলেট মহাসড়কে কুট্টাপাড়া নামক স্থান থেকে, আশুগঞ্জ উপজেলার আড়াইসিতা গ্রামের সাঈদ মিয়া’র ছেলে মোঃ আল আমিন(২২)কে দুই কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।এ সময় সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ আরো বলেন, মাদক যুব সমাজকে ধংস করে দিচ্ছে। বর্তমানে মাদকের বিশাক্ত ছৌবল থেকে তরুন যুব-সমাজকে রক্ষার্থে সরাইল থানা পুলিশ সবর্দা সজাগ দৃষ্টিতে। উপজেলাকে মাদক, জুয়া ও সন্ত্রাস মুক্ত করার লক্ষে পুলিশ কাজ করে চলেছে। গ্রেফতারকৃতমাদক ব্যবসায়ী আল আমিনের বিরুদ্ধে সরাইল থানায় মাদক আইনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সরাইল থানা ওসি এ এম এম নাজমুল আহমেদ।
আপনার মন্তব্য লিখুন