সরাইলে অনিয়মের অভিযোগে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ , ১০ জুলাই ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলাধীন এশিয়ান হাইওয়ে পানিশ্বর ইউপি সড়ক প্রকল্পের ৫৭ লাখ৫২ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য রাস্তার কাজে অনিয়ম হওয়ায় বন্ধ করে দিয়েছে এলাকাবাসি। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
স্থানীয় পানিশ্বর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাহবুবুর রহমান সুজো বলেন, রাস্তার কাজের নিম্নমানের ইট ভেঙ্গে খোয়া করার বিষয়টি প্রথমে তার নজরে আসে তিনি বলেন, পুরাতন রাস্তা ভেঙে সেগুলোর সামগ্রী নতুন রাস্তায় ব্যবহার করা হচ্ছে। সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও থানা ইঞ্জিনিয়ারকে বিষয়টি অবহিত করি।
সরেজমিনে গেলে এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাস্তা নির্মাণে যেসব মালামাল ব্যাবহার করা হচ্ছে তা একেবারেই নিম্নমানের এদিকে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তাদের গাফলতি আছে বলেও স্থানীয়রা অভিযোগ করে বলেন,প্রথম থেকেই এই রাস্তার নির্মাণকাজে ব্যাপক অনিয়ম করা হচ্ছে।
সরাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, এই কাজ তদারকীতে দায়িত্বে আছেন উপসহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী। তিনি স্বীকার করে বলেন,ঠিকাদার যে মাল রাস্তায় কাজ করার জন্যে এনেছে তা নিম্নমানের। নিম্নমানের ইট দিয়ে কাজ হবে না। সরাইল উপজেলা প্রকৌশলী মোছাঃ নিলুফার ইয়াছমিন বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে কাজ বন্ধ করে দিয়েছি রাস্তার কাজে কোন প্রকার অনিয়ম করতে পারবে না। নিম্নমানের সামগ্রী সরিয়ে নিতে বলেছি।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা বলেন,এলাকাবাসীর অভিযোগ পেয়ে গতকাল সড়কের নির্মাণ কাজ দেখতে যায়। সড়কের নির্মাণ কাজে যে ইট দিয়ে কাজ করছে তা কোন ভাবে মেনে নেওয়া যায় না। সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারকে বলেছি নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ হবে না। সরকারি টাকায় রাস্তা হবে সরকারের আইন মেনেই করতে হবে।কোন প্রকার অনিয়ম কাউকে করতে দেওয়া হবে না।
আপনার মন্তব্য লিখুন