বিজয়নগর চার ইউপির জনগণের স্বার্থ রক্ষা ও আলিয়াজুড়ি (হালদ্ বিল) বিষয়ে আলোচনা সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ , ৬ জুলাই ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
অদ্য ৬ জুলাই চার ইউনিয়ন (চম্পকনগর, পত্তন, বিষ্ণুপুর, সিঙ্গারবিল) এর সাধারণ জনগণের স্বার্থ রক্ষা ও আলিয়াজুড়ি হালদ্ বিলের সমস্যা নিিয়ে বিজয়নগর উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মৎস্য অফিসার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি চার ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল ইসলাম সুমনসহ প্রমূখ।
উক্ত সভায় উত্থাপিত ৬টি বিষয় যথাযথ সরকারি বিধি মোতাবেক জলমহাল ব্যবস্থাপনা নীতির আলোকে আগামী রোববার বেলা ১১টায় বিজয়নগর উপজেলা সেমিনার কক্ষে নিষ্পত্তি প্রদান করার ঘোষণা করেন বিজয়নগর উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মাহবুবুর রহমান।
মিমাংসার নিমিত্তে বিজয়নগর উপজেলা মৎস্য কর্মকর্তা স্বহস্তে ৬টি বিষয় লিপিবদ্ধ করেন। নিম্নে তা উল্লেখ করা হলো:
১. কখন বিলে বাঁধ দিতে পারবে। বাঁধের ধরণ কি হবে।
২. মৎস্যজীবীরা কিভাবে মাছ ধরবে (কার্ডধারী)।
৩. বাঁধ দিয়ে মাছ চাষ করতে পারবে কিনা।
৪. সাধারণ মানুষ মাছ কিভাবে ধরবে এবং এখতিয়ার আছে কিনা।
৫. ইজারাদারের পক্ষে লোক নিয়োগ করা যাবে কিনা।
৬. ইজারাদারদের বৈধ কাগজপত্র আছে কিনা।
আলোচনায় বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল ইসলাম সুমন জনগণের ন্যায্য অধিকার বিষয়ে প্রশাসনের আন্তরিকতায় প্রশংসা করে ধন্যবাদ জানান। ন্যায্য অধিকার আদায়ে বিজয়নগরের চার ইউনিয়নের জনগণ যেভাবে সারা দিয়েছে সে জন্যে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মন্তব্য লিখুন