আখাউড়া খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ , ৬ জুলাই ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
শফিকুল ইসলাম আখাউড়া প্রতিনিধিঃ-আখাউড়া দেবগ্রামের খাল থেকে ৭৪ বছরের বয়স বিরু দাস নামে আখাউড়া খরমপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধের লাসটি উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ। আজ সকাল ১২টার দিকে দেবগ্রামের বাগানবড়ী এলাকার সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মৃতদেহটির পরনে একটি লুঙ্গী ছাড়া আর কোন পোশাক ছিলোনা। বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার পুলিশ জানান, বিরু দাসের পরিবার গতকাল উনি হারানোর গিয়াছে এইমর্মে থানায় একটি অভিযোগ করিয়াছেন এবং মাইকিংও হয়াছে।আজ সকালে স্থানীরা খালে ওই লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
আপনার মন্তব্য লিখুন