১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

অল্প সময়ে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করলেন সদর মডেল থানা পুলিশ আটক ২

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ , ৬ জুলাই ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

গত ২০/০৬/২০২০ইং তারিখ সময় অনুমান ২০.০০ ঘটিকার ব্রাহ্মণবাড়িয়া উত্তর পৈরতলা দাড়িয়াপুর রেলওয়ে ব্রীজ সংলগ্ন রাস্তার উপর তিন জন মুখোশধারী মোটর সাইকেল গতিরোধ করে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়া ভয় দেখিয়ে আব্দুর রহমান রতন প্রধানীয়া এর কাছ থেকে একটি অপ্পো-এফ-নাইন মোবাইল সেট এবং হুয়াহুয়ে মোবাইল সেট ছিনাইয়া নিয়ে যায়। পরে এঘটনারয় বাদীর অভিযোগে ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-৬৬, তাং-২৮/০৬/২০২০ইং, ধারা-৩৯২ পেনাল কোডে মামলা রুজু হয়। পরবর্তীতে ২৯/০৬/২০২০ইং তারিখ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে নবীনগর উপজেলার চড়িলাম গ্রামের বর্তমানে-কাউতলী জহির মিয়ার পুত্র সাগর (২৮) ও ঘটিয়া গ্রামের কাদির মোল্লা পুত্র সাজিদ (২৫) কে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদাদে সাগরের স্বীকারোক্তি ও দেখানোমতে তার নিজ বাসা থেকে লুন্ঠিত অপ্পো-৯ মোবাইল ও হাওয়াই মোবাইল সেট দুইটি উদ্ধার করা হয়। পরে সাজিদ ও ঘটনার কথা বর্ণনা করে ব্যাগের ১৫০০টাকা পাওয়া কথা স্বীকার করে। আসামী সাগর ও সাজিদ গত ২৯/০৬/২০২০ইং তারিখে সিনিয়ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।

লুন্ঠিত হওয়ায় একটি অপ্পো-এফ-নাইন মোবাইল সেট, হুয়াহুয়ে মোবাইল সেট অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন, ইন্সপেক্টর ইশতিয়াক আহমেদ (অপারেশন ইন্সপেক্টর)   বাদী আব্দুর রহমান রতনের নিজ হাতে জিম্বানামা বুঝিয়ে দেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন