অল্প সময়ে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করলেন সদর মডেল থানা পুলিশ আটক ২
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ , ৬ জুলাই ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
গত ২০/০৬/২০২০ইং তারিখ সময় অনুমান ২০.০০ ঘটিকার ব্রাহ্মণবাড়িয়া উত্তর পৈরতলা দাড়িয়াপুর রেলওয়ে ব্রীজ সংলগ্ন রাস্তার উপর তিন জন মুখোশধারী মোটর সাইকেল গতিরোধ করে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়া ভয় দেখিয়ে আব্দুর রহমান রতন প্রধানীয়া এর কাছ থেকে একটি অপ্পো-এফ-নাইন মোবাইল সেট এবং হুয়াহুয়ে মোবাইল সেট ছিনাইয়া নিয়ে যায়। পরে এঘটনারয় বাদীর অভিযোগে ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-৬৬, তাং-২৮/০৬/২০২০ইং, ধারা-৩৯২ পেনাল কোডে মামলা রুজু হয়। পরবর্তীতে ২৯/০৬/২০২০ইং তারিখ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে নবীনগর উপজেলার চড়িলাম গ্রামের বর্তমানে-কাউতলী জহির মিয়ার পুত্র সাগর (২৮) ও ঘটিয়া গ্রামের কাদির মোল্লা পুত্র সাজিদ (২৫) কে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদাদে সাগরের স্বীকারোক্তি ও দেখানোমতে তার নিজ বাসা থেকে লুন্ঠিত অপ্পো-৯ মোবাইল ও হাওয়াই মোবাইল সেট দুইটি উদ্ধার করা হয়। পরে সাজিদ ও ঘটনার কথা বর্ণনা করে ব্যাগের ১৫০০টাকা পাওয়া কথা স্বীকার করে। আসামী সাগর ও সাজিদ গত ২৯/০৬/২০২০ইং তারিখে সিনিয়ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।
লুন্ঠিত হওয়ায় একটি অপ্পো-এফ-নাইন মোবাইল সেট, হুয়াহুয়ে মোবাইল সেট অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন, ইন্সপেক্টর ইশতিয়াক আহমেদ (অপারেশন ইন্সপেক্টর) বাদী আব্দুর রহমান রতনের নিজ হাতে জিম্বানামা বুঝিয়ে দেন।
আপনার মন্তব্য লিখুন