১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ , ৩ জুলাই ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ আমির হাসান হিমেল,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা ফার্মে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় দিকে চিতলা পাট বীজ ভিত্তি খামার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।গাংনীর সকল শ্রেণীর পেশার জনগণ মানববন্ধনে উপস্থিত ছিলেন। এই মানববন্ধনের নেতৃত্ব দিয়ে পরিচালনা করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

এছাড়াও মানববন্ধনের সময় জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, গাংনী ৬ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর নবীর উদ্দিন, পৌর কৃষক লীগের সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর বদরুল আলম বুদু, ২ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মিজানুর রহমান, ১ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মিজানুর রহমান মদন, ধানখোলা ইউনিয়নের চিতলা গ্রামের ইউপি সদস্য কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বিপ্লব হোসেন, গাংনী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি হাসিব মাহমুদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু, শ্রমিক নেতা মনিরুল ইসলাম মনি, নব নির্বাচিত শ্রমিক ইউনিয়নের গাংনী শাখার সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহবায়ক নুরুল ইসলাম, সি এফ এইচ পরিচালক মামুনুর রশিদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় অতিথি বৃন্দগণ গাংনী উপজেলার চেতলা ফার্মে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিক দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন