গাইবান্ধায় কমতে শুরু করেছে বন্যার পানি#
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ , ২ জুলাই ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘট নদীর পানি অনেকটা কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ২ জুলাই বৃহস্পতিবারেও ব্রহ্মপুত্র নদের পানি কমিয়ে ৭৩ সেন্টিমিটার ও ঘাঘট নদীর ৩৯ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গোবিন্দগঞ্জ উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে বন্যা নিয়ন্ত্রন বাঁধ বা উঁচু স্থানে আশ্রিত বানভাসি মানুষদের মধ্যে শুকনা খাবার, বিশুব্ধ পানি, পয়:নিস্কাশন সমস্যা ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। অপরদিকে জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা একেএম ইদ্রিস আলী জানান,এ পর্যন্ত জেলায় ৬০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ফুলছড়ি ,সাঘাটা,সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলায় ২৫ মেট্রিক টন চাল ও এক লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য লিখুন